Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী শহরের সুইপার কলোনীতে ফুটপাত ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন

॥শেখ আলী আল মামুন॥ নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ী শহরের বিনোদপুর সুইপার কলোনীতে ফুটপাত ও ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৩০শে ডিসেম্বর সকালে রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন। এ সময় রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরিয়ম কাজী, পানি সরবরাহ শাখার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল আলম, ইউজিআইআইপি-৩ এর সি.ডি.এ (কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট) ইয়াসমিন আরা এবং সুইপার কলোনী বস্তি উন্নয়ন কমিটির সভাপতি সুমিত্রা দাসসহ কলোনীর বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ(সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩)-এর বস্তি উন্নয়ন কার্যক্রমের আওতায় রাজবাড়ীর বিনোদপুর সুইপার কলোনীতে ২৩০ মিটার ফুটপাত ও ২০০ মিটার ড্রেন নির্মাণ করা হবে। এই ফুটপাত ও ড্রেনসহ ৭৫ লক্ষ ৫৫ হাজার ৯৮৫ টাকা ব্যয়ের অন্যান্য উন্নয়ন কার্যক্রমের মধ্যে ২০টি একক টয়লেট, ২টি ডাস্টবিন, ২টি সড়ক বাতি, ৪টি হস্তচালিত নলকূপ ও ১০০টি বৃক্ষরোপণ করা হবে।