॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতে সরকারীভাবে সরাসরি কৃষকদের নিকট থেকে আমন ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল ২৯শে ডিসেম্বর দুপুরে জামালপুর ইউনিয়নের নলিয়া খাদ্য গুদামে এই ধান ক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) রবিউল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম, নলিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়াত হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান জানান, চলতি অর্থ বছরে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকদের নিকট থেকে সরকারীভাবে ২৬ টাকা কেজি দরে ১৩৭৬ মেট্রিক টন আমন ধান ক্রয় করা হবে।