Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট ভেরিফিকেশনে অর্থ লেনদেন না করার আহ্বান ফরিদপুরের এসপি’র

॥মাহবুব হোসেন পিয়াল॥ পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য কোন অর্থ লেনদেন না করতে ফরিদপুর জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান,বিপিএম।
গতকাল ২৯শে ডিসেম্বর সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট ভেরিফিকেশনের সফটওয়্যার ভিত্তিক কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান,বিপিএম বলেন, সম্প্রতি ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলায় পুলিশ ক্লিয়ারেন্স ও পাসপোর্ট ভেরিফিকেশনের সফটওয়্যার(পিপিসি) ভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে এখন থেকে সেবা প্রার্থী আবেদনকারীরা স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে এসএমএসের মাধ্যমে তদন্তকারী অফিসারের নাম, মোবাইল নম্বর এবং ঢাকা রেঞ্জের একটি সাপোর্ট মোবাইল নম্বর পেয়ে যাবেন। এর ফলে আবেদনকারীরা তাদের ভেরিফিকেশনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন। জরুরী ক্ষেত্রে ৩দিন এবং সাধারণ ক্ষেত্রে ৫দিনের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে দেওয়া হবে।
পুলিশ সুপার আরও বলেন, সীমাবদ্ধতার মধ্যেও পুলিশকে জনবান্ধব করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। জনগণকেও এ ব্যাপারে সচেতন হতে হবে। ভেরিফিকেশনের ক্ষেত্রে পুলিশের কোন সদস্য যদি অর্থ দাবী করেন তাহলে পুলিশ সুপারের ০১৭১৩৩৭৩৫৫০ নম্বর মোবাইলে অভিযোগ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, মোঃ সাইফুজ্জামান, রাশেদুল ইসলাম ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।