Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর মদাপুরে এক কৃষকের মারপিটে আরেক কৃষক হাসপাতালে ভর্তি

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী জেলা কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে ক্ষেতে ঘাস মারার কীটনাশক স্প্রে করা নিয়ে বিরোধে এক কৃষকের মারপিটে আরেক কৃষক আহত হয়েছে।
গত ২৮শে ডিসেম্বর বিকালে এ ঘটনা ঘটে। আহত কৃষক রাজীব মোল্লা (২৫)কে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে দামুকদিয়া গ্রামের আব্দুল জলিল মোল্লার ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন রাজীব মোল্লা বলেন, একই গ্রামের(দামুকদিয়া) তালেব মোল্লার ছেলে মমিন মোল্লা(২২) আমাদের ফসলের ক্ষেত সংলগ্ন তাদের ক্ষেতের ঘাস মারার জন্য কীটনাশক স্প্রে করার সময় আমাদের ফসলের ক্ষতি হয়। এ ব্যাপারে কথা কাটাকাটির জেরে আমি আমাদের ক্ষেত থেকে বাড়ী ফেরার সময় মমিন মোল্লা কয়েকজনকে সাথে নিয়ে আমাকে মারপিট করে এবং ভারী কোন কিছু দিয়ে আঘাত করে আমার মাথা ফাটিয়ে ফেলে। পরে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে কালুখালী থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
অভিযুক্ত মমিন মোল্লা বলেন, আমি রাজীবকে বলেছিলাম ফসলের যদি কোন ক্ষতি হয়ে থাকে তাহলে আমি ক্ষতিপূরণ দিবো। তবুও সে কয়েকজনকে সাথে নিয়ে আমাকে আগে মারপিট করেছে।
কালুখালী থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এএসআই আজগর আলী জানান, এ ব্যাপারে একটি অভিযোগ থানায় এসেছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।