॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৮৫ ব্যাচের সম্মিলনী গতকাল ২৭শে ডিসেম্বর দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গন ও অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সকালে এসএসসি-১৯৮৫ ব্যাচের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে সমবেত হয়। নাস্তা পর্বের শেষে বিদ্যালয়ের মাঠে প্রীতি ক্রিকেটসহ নানা খেলাধুলা অনুষ্ঠিত হয়।
এরপর মধ্যাহ্নভোজ শেষে বিদ্যালয়ের অডিটোরিয়ামে স্মৃতিচারণ, সকলের মধ্যে শুভেচ্ছা উপহার(মগ) বিতরণ ও পিঠা খাওয়ার পর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্মৃতিচারণ পর্বে এসএসসি-১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী মাহবুব এস সোবহান, মোফাজ্জেল হোসেন মধু, মাহমুদুন্নবী টুটুল, রুহুল আমীন হীরা, সাজ্জাদ হোসেন মেধা, লুৎফর রহমান লাবু, বিমল কুমার রায়, কাইয়ুম খান, বুলবুল, কাঞ্চন, আমন্ত্রিত শিক্ষকদের মধ্যে আব্দুল গফুর, খগেন্দ্রনাথ বাড়ৈ ও পরিমল চন্দ্র মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন আবু ইউসুফ সোহেল।
এ সময় প্রাক্তন শিক্ষার্থীগণ তাদের বক্তব্যে স্কুল জীবনের নানা ঘটনার স্মৃতিচারণ করেন এবং সবাই মিলে সামাজিক কর্মকান্ডে অংশ নেয়ার আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষকগণ তাদের বক্তব্যে ১৯৮৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। স্মৃতিচারণ পর্বের শেষে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে আমন্ত্রিত তিন শিক্ষককে শাল চাদর উপহার দেয়া হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালা এসএসসি-১৯৮৫ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারীদের অধিকাংশই সপরিবারে অংশগ্রহণ করেন।