॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল গত ২৫শে ডিসেম্বর রাতে নবাবপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের একটি জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে ২জন জুয়াড়িকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও ১৪শত টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঃ নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের কুদ্দুস আলী সেখের ছেলে রিফাত সেখ(৩০) ও মৃত জয়নাল সেখের ছেলে নওশের সেখ(৪০)।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই বদিয়ার রহমান সঙ্গীয় ফোর্সসহ সদাশিবপুর গ্রামের জনৈক কাদের মিয়ার মেহগনী বাগানে অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেফতার করে। এ সময় অন্য জুয়াড়িরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৬শে ডিসেম্বর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার
