Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীর পাতুরিয়া মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনাসার্জেন্ট আতাউরের কুলখানী শুক্রবার

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউপির পাতুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আতাউর রহমানের কুলখানী আগামী ২৭শে ডিসেম্বর সকাল ১০টায় মরহুমের পাতুরিয়া গ্রামের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ১৯৭৯ সালের ৭ই জুলাই সেনা বাহিনীর চাকুরী থেকে অবসরগ্রহণ করেন। তিনি অবসরজীবনে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। গত ১৭ই অক্টোবর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২শে অক্টোবর রাত ৮টার দিকে ইন্তেকাল করেন। পরদিন ২৩শে অক্টোবর দুপুর ২টার দিকে পাতুরিয়া দাখিল মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন আলহাজ্ব মাওলানা মোঃ মোবারক আলী। জানাযা নামাজে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার বহুলোকজন উপস্থিত ছিলেন। জানাযা শেষে সামরিক ও রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। পুলিশ ও সেনাবাহিনী পৃথকভাবে মরহুমের গার্ডঅব অনার প্রদান করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সন্তান, নাতি-নাতনী, বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জ্যেষ্ঠ পুত্র মোঃ আবু সাঈদ আগামী ২৭শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য পিতার কুলখানী অনুষ্ঠান উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।