॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া চন্দনা নদীর পাড় থেকে ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড।
গতকাল ২৩শে ডিসেম্বর রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শেখ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল ইসলাম সোহাগের নেতৃত্বে অভিযান চালিয়ে সেখানকার ৩৫টি অবৈধ স্থাপনার মধ্যে ৩২টি উচ্ছেদ করা হয়। অন্য ৩টির ব্যাপারে আইনী জটিলতা থাকার কারণে সেগুলো উচ্ছেদ করা হয়নি। রাজবাড়ীর পুলিশ লাইন্সের রিজার্ভ ফোর্স ও বালিয়াকান্দি থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য অভিযানে সহযোগিতা করে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শেখ বলেন, বালিয়াকান্দির চন্দনা নদীটি গুরুত্বপূর্ণ একটি নদী। কোটি কোটি টাকা ব্যয় করে নদীটি খনন করা হয়েছে। কিন্তু কিছু দখলদার নদী সংলগ্ন তেঁতুলিয়া বাজারে অবৈধ স্থাপনা গড়ে তোলে। পানি উন্নয়ন বোর্ডে সমস্ত প্রক্রিয়া শেষ করে সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। উচ্ছেদকৃত নদীর তীরবর্তী স্থানে বিভিন্ন ফলদ বৃক্ষ রোপণ করা হবে।
উল্লেখ্য, গতকাল ২৩শে ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উচ্ছেদ অভিযান পরিচালনাকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ব্যবসায়ীদের পক্ষে মালামাল সরিয়ে নেয়ার জন্য কিছুক্ষণ সময় চাইলে কিছুটা বিলম্ব করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।