বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র এস.আই মোঃ জাহাঙ্গীর মাতুব্বর। গতকাল ২২শে ডিসেম্বর দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান,বিপিএম-পিপিএম(বার)। এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির,বিপিএম-পিপিএম এবং রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)সহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ‘ডিবি অফিসার’ রাজবাড়ী ডিবির জাহাঙ্গীর মাতুব্বর
