॥চঞ্চল সরদার॥ মহান বিজয় দিবস উপলক্ষে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ‘গুরুকুল’-এর রাজবাড়ী কার্যালয়ে গতকাল ১৯শে ডিসেম্বর সকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজবাড়ী গুরুকুলের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও পাংশা কলেজের প্রাক্তন অধ্যক্ষ এটিএম রফিক উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান ও রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজান।
সভায় অন্যান্যের মধ্যে বেথুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোঃ শাহজাহান মিয়া, কুষ্টিয়া গুরুকুলের উপাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাসুম, রাজবাড়ী গুরুকুলের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান গোলাম মোস্তফা, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মতিউর রহমান ও সুজা খোন্দকার প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন গুরুকুলের সহকারী অ্যাডমিন আশরাফুল ইসলাম অনিক।
বক্তাগণ বলেন, সারা দেশ ’৭১-এর ১৬ই ডিসেম্বর স্বাধীন হলেও রাজবাড়ী স্বাধীন হয় ১৮ই ডিসেম্বরে। কারণ পাকিস্তানী হানাদার বাহিনীর দোসর অবাঙালী বিহারীরা এখানে অনেক শক্তিশালী ছিল। তারা রাজবাড়ী দখল করে রেখেছিল। ৩০ লক্ষ শহীদ ও ২লক্ষ মা-বোনের ইজ্জতসহ অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন এই দেশটাকে পেয়েছি। জামায়াতের পত্রিকা সংগ্রামে মৃত্যুদন্ড কার্যকর হওয়া ঘৃণিত যুদ্ধাপরাধীকে শহীদ বলা হয়েছে। এর সাহস তারা কোথায় পায় সেটা ভেবে দেখা দরকার। কারিগরি শিক্ষার মাধ্যমে বিশ্বের অনেক দেশ উন্নত হয়েছে। তাই আমাদেরকেও কারিগরি শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে। কারিগরি শিক্ষা নিলে বেকার বসে থাকতে হয় না, তাড়াতাড়ি চাকরী হয়। সরকারের ভিশন অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে হলে কারিগরি শিক্ষা ছাড়া কোন বিকল্প নাই। একমাত্র কারিগরি শিক্ষার মাধ্যমেই দেশ উন্নত হতে পারে, যেমনটা চীন-জাপানসহ বিভিন্ন দেশ হয়েছে। গুরুকুলে বিভিন্ন ট্রেডের উপর ভালোভাবে শিক্ষা প্রদান করা হচ্ছে। গুরুকুল থেকে যারা শিক্ষা নিয়েছে তারা কেউ বসে নাই। এখান থেকে পড়াশোনা শেষ করে প্রায় সবাই চাকরী করছে। তাই আপনাদের সন্তানদের কারিগরি শিক্ষার দিকে ধাবিত করুন, তাহলে দেশের উন্নয়নে ও মানুষের সেবায় ভূমিকা রাখতে পারবে। আলোচনা সভার শেষে স্থানীয় শিল্পী ও গুরুকুলের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে॥রাজবাড়ী গুরুকুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
