Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় নাট্যালোকের গুণীজন সংবর্ধনা ও নাট্যোৎসব উদ্বোধন

॥মোক্তার হোসেন॥ ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা চত্বরে গত ১৭ই ডিসেম্বর রাতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নাট্যালোক আয়োজিত গুণীজন সংবর্ধনা ও বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
নাট্যালোকের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস বক্তব্য রাখেন। অতিথিবৃন্দ নাট্যালোকের বার্ষিক নাট্যোৎসবে গুণীজন সংবর্ধনা অব্যাহত রাখার গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির সহধর্মিনী মিসেস সাইদা হাকিম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আবদুল্লাহ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু ও মোঃ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অনন্য অবদানে মুক্তিযুদ্ধকালীন গোয়ালন্দ মহাকুমার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, সাংবাদিকতায় বিশেষ অবদানে দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খোন্দকার আব্দুল মতিন, শিক্ষাক্ষেত্রে অবদানে কলিমহর জহুরুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পাংশা মহিলা কলেজ, আইডিয়াল গার্লস কলেজ, কসবামাজাইল এ.এইচ. উচ্চ বিদ্যালয়, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা, তারাপুর দাখিল মাদরাসা ডাঃ আব্দুল কাদের বালিকা দাখিল মাদরাসা ও পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেসরকারীভাবে স্বাস্থ্যসেবায় লিজা হেলথ কেয়ার, সামাজিক সেবায় এডভোকেট খোন্দকার তরিকুল ইসলাম, বাংলাদেশ ভেন্ডার সমিতির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, যুবসমাজকে ক্রীড়াঙ্গনমুখী করার ক্ষেত্রে বিশেষ অবদানে পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম মারুফ, নিরাপদ খাদ্য উৎপাদনে মাছপাড়ার আদর্শ কৃষক আনছার আলী মন্ডল, কৃষিক্ষেত্রে এবং সামাজিক বনায়নে বিশেষ অবদানে পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার সফিকুল ইসলাম, লেখক গবেষক বাচিক শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কালুখালীর পাতুরিয়া গ্রামের কৃতি সন্তান নাসিরনগর সরকারী কলেজের সহকারী অধ্যাপক জামিল ফোরকান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ হাদী ও হাবিবুর রহমান হবি, নারী উদ্যোক্তা দীনা খন্দকার ও মোছাঃ সায়েদাতুন নেছা, জয়িতা বিউটি পারভীন, রতœগর্ভা স্বর্গীয় সন্ধ্যা রানী দাস(মরণোত্তর), টিভি অভিনেতা লিটু করিম, সঞ্জীব আহমেদ ও আহম্মেদ সাজু, অধ্যাপক আবদুল ওয়াহাব (মরণোত্তর), স্বর্গীয় শিবরাম দত্ত(মরণোত্তার), মজিবর রহমান মাস্টার (মরণোত্তার) ও গোলাম রায়হান মোকাম (মরণোত্তার)কে সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী স্মৃতি সম্মাননা পদক প্রদান করা হয়। এছাড়া অতিথিবৃন্দকেও সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরী স্মৃতি সম্মাননা পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নাট্যালোকের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও মুক্তিযোদ্ধাদেরকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, বার্ষিক নাট্যোৎসবে গতকাল মঙ্গলবার প্রথম রাতে রক্তাক্ত মেহেরপুর নাটক মঞ্চায়িত হয়।