Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দলের মধ্যে যারা বিভাজন সৃষ্টির চেষ্টা করবে তাদের প্রতিহত করতে হবে — এমপি জিল্লুল হাকিম

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ১৮ই ডিসেম্বর দুপুরে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
সম্মেলন উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামছুল আলম সূফী মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুুস সাত্তার মিয়া, এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, প্রফেসর ফকরুজ্জামান মুকুট, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজ, নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বারেক বিশ^াস ও জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কল্লোল বসু প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লল হাকিম বলেন, সরকার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে। এ অঞ্চলের উন্নয়নের জন্য আমরা রাজনীতি করছি। মনে রাখতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের বৃহত্তম ও সুশৃঙ্খল একটি রাজনৈতিক সংগঠন। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য, জনগণের জন্য কাজ করতে হবে। আমলনামা দেখে দলের নেতা নির্বাচিত করতে হবে। যারা দলের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করবে তাদের দৌরাত্ম্য প্রতিহত করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। দুর্দিনের পরীক্ষিত ও সাংগঠনিক নেতাকর্মীদের কমিটিতে স্থান দিয়ে দলকে আরো সুসংগঠিত ও চাঙ্গা রাখতে হবে।
বিএনপি-জামাতের সমালোচনা করে তিনি আরো বলেন, তাদের সরকারের সময় দেশে কী হয়েছিল তা জনগণ ভালো করেই জানে। দেশ আজ অনেক এগিয়েছে। দেশের এই উন্নয়ন তাদের ভালো লাগার কথা না। কারণ তারাতো উন্নয়ন করেনি, করতে জানে না, উন্নয়নের নামে লুটপাট করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করতে জানে। তারা এখনো ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।
সম্মেলনের ২য় পর্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর পরিচালনায় সর্বসম্মতিক্রমে পুনরায় আব্দুল হান্নান মোল্লাকে সভাপতি, মোঃ আবুল কালাম আজাদকে সিনিয়র সহ-সভাপতি, সামছুল আলম সূফী মিয়াকে সাধারণ সম্পাদক এবং এহসানুল হাকিম সাধন ও একেএম ফরিদ হোসেন বাবু মিয়াকে যুগ্ম-সাধারণ সম্পাদক করে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।