॥আমিরাতে ওবায়দুল হক মানিক॥ মহান বিজয় দিবস উদযাপন ও রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ১৬ই ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর রজনীগন্ধা খান সিআইপি হলরুমে ‘কবিতা উৎসব’ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কবি মুহাম্মদ মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির উদ্দিন মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইমরান হোসাইন। এরপর বঙ্গবন্ধু ও সকল শহীদদের স্মরণে ১মিনিট নীরবতা পালন শেষে আনুষ্ঠানিকভাবে কবিতা উৎসবের উদ্বোধন করেন কবি-লেখক ও গবেষক জানে আলম জাহাঙ্গীর।
উৎসবের অনুষ্ঠানমালার মধ্যে ছিল অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উওোলন, মুক্তিযুদ্ধের শহীদ, যুদ্ধাহত ও মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া-মোনাজাত, কেক কাটা, চিত্রাংকন প্রতিযোগিতা, বিজয়ের কবিতা আবৃত্তি, একাত্তরের ভয়াবহ দিনগুলো শীর্ষক আলোচনা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, তরুণ কবি আরাফাতুর ইসলাম চৌধুরীর কবিতার বই ‘অস্পর্শ ভালোবাসা’ ও জাতীয় কবিতা মঞ্চের মাসিক পএিকা ‘অন্বেষণ’ এর মোড়ক উন্মোচন, বর্ষসেরা কবিদের মধ্যে পুরস্কার বিতরণ ও বিভিন্ন কমিউনিটির সম্মানে মেজবান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খান সিআইপি।