Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

॥শেখ মামুন॥ রাজবাড়ী সদর উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৪৯তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান গতকাল ১৭ই ডিসেম্বর সকালে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সম্পাদক মোহাম্মদ ইকবাল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় রাজবাড়ী সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখতে এবং মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শুধু শিক্ষার্থীরাই নয়, সকলকেই খেলাধুলায় এগিয়ে আসতে হবে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান জানান, উপজেলার ৬১টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতার ৫৩টি ইভেন্টে অংশগ্রহণ করছে।