Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে ডক্টরস কেয়ার

॥ইউসুফ মিয়া॥ মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা পাবলিক হেলথ এলাকার ‘ডক্টরস কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের ফ্রি মেডিক্যাল চেকআপ করা হয়।
জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল ১৬ই ডিসেম্বর সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে বিজয় দিবসের সরকারী অনুষ্ঠানস্থল সংলগ্ন একটি স্টলে প্রায় ১শত মুক্তিযোদ্ধার রক্ত সংগ্রহ করা হয়।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার) ও সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকারসহ পদস্থ কর্মকর্তাগণ রক্ত সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় ডক্টরস কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের চিকিৎসক ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক(মেডিসিন) ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। পরে দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের সরকারী বাসভবনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ৬৭জন মুক্তিযোদ্ধার হাতে মেডিক্যাল চেকআপের রিপোর্ট তুলে দেয়া হয়। রক্ত দেয়া বাকী মুক্তিযোদ্ধাদের মেডিক্যাল চেকআপের রিপোর্ট ১৮ই ডিসেম্বর দেয়া হবে বলে ডক্টরস কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, ‘বিজয়’ মেডিক্যাল চেকআপ নামের এই কর্মসূচীর আওতায় বিনামূল্যে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে ডায়াবেটিস, লিভার, কিডনী ও রক্তের কোলেস্টেরলের পরীক্ষা করা হয়। ডক্টরস কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের এই উদ্যোগকে মুক্তিযোদ্ধারা সাধুবাদ জানিয়েছেন।