Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৫ই ডিসেম্বর সকাল ১০টায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও কমিটির সভাপতি দিলসাদ বেগমের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোপাল কৃষ্ণ দাস, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস ও জেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ মজিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। ১৯৭১ সালের এই মাসে মুক্তিপাগল বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিজয় অর্জন করেছিল। এই বিজয় দিবসকে যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে রাষ্ট্রীয়ভাবে জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচী পালিত হবে। আমি আশা করি রাজবাড়ী জেলাবাসীসহ সকল সরকারী-বেসরকারী বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এই সকল কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। শুধু সেটাই নয় এই বিজয়ের মাসের পরেই আগামী বছর থেকে শুরু হবে আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালনের বিভিন্ন কর্মসূচী। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর জন্মদিনের যে কাউন্ট ডাউন মেশিন বা গণনাকারী যন্ত্র আগমী ৮ই জানুয়ারী জেলা প্রশাসসের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাশে উদ্বোধন করার কথা ছিল সেটি একই স্থানে আগামী ১০ই জানুয়ারী উদ্বোধন করা হবে। গত সভায় রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা ৩নম্বর সড়কের পাশের পৌর শিশু পার্কটি জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার সহযোগিতায় সংস্কারের যে সিদ্ধান্ত হয়েছিল সেটির কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। আশা করি কিছু দিনের মধ্যেই শিশু পার্কটি শিশুদের বিনোদনের জন্য খুলে দেওয়া যাবে। গোয়ালন্দ উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় মডেল মসজিদ নির্মাণের ক্ষেত্রে যে জটিলতা তৈরী হয়েছে সেটি সমাধান করে মসজিদটি নির্মাণ করতে হবে।
তিনি বলেন, রাজবাড়ী পৌর মেয়রের বক্তব্য মতে শহরের হাসপাতাল সড়ক দিয়ে নিয়মিত হেভি লোডের বালুবাহী ট্রাক চলাচলের ফলে রাস্তা ও পানির লাইন নষ্ট হওয়াসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা হচ্ছে। এ ক্ষেত্রে অবশ্যই আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এছাড়াও সভায় নতুন নিয়োগপ্রাপ্ত ডাক্তারদের যোগদান, গণপূর্ত বিভাগের উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজের অগ্রগতি, সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর বিভিন্ন ভাতা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ওয়াশ রুমের ব্যবস্থা এবং বিভিন্ন সরকারী দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ছাড়াও একই স্থানে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচী বিষয়ক সভা, জেলা কর্ণধার কমিটির সভা, জেলা তথ্য অধিকার বাস্তবায়ন উপদেষ্টা কমিটির সভা, আমার বাড়ী আমার খামার প্রকল্পের জেলা বাস্তবায়ন ও তদারকি কমিটির সভা, জেলা সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচী বাস্তবায়ন কমিটির সভা, এসডিজি বিষয়ক জেলা কমিটির সভা, জেলা ভিক্ষুক পুনর্বাসন কমিটির সভা, জাতীয় শুদ্ধাচার কৌশলের ব্যাপক প্রচার ও জনঅবহিতকরণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।