Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৈনিক সংগ্রাম সম্পাদক আসাদ ৩দিনের রিমান্ডে

॥স্টাফ রিপোর্টার॥ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
হাতিরঝিল থানার তদন্ত কর্মকর্তা গতকাল ১৪ই ডিসেম্বর তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৫দিনের রিমান্ড আবেদন জানালে শুনানী শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গত ১৩ই ডিসেম্বর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানাগেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় ঢাকার ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল গত শুক্রবার বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ ৭/৮জনকে আসামি করা হয়েছে।
গত ১২ই ডিসেম্বর দৈনিক সংগ্রামে কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে ওই সংবাদটি প্রকাশিত হয়। এর প্রতিবাদে গত ১৩ই ডিসেম্বর সন্ধ্যায় পত্রিকা অফিসে ভাংচুর চালায় একদল বিক্ষুদ্ধ জনতা। এরপর গেটে তালা ঝুলিয়ে দেয় তারা।
খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ দৈনিক সংগ্রাম কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয়।