॥হেলাল মাহমুদ॥ দূষণমুক্ত বিশ্ব নির্মাণ ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা থেকে আসা ১০ সদস্যের একটি সাইকেলিস্ট দল রাজবাড়ীতে এসে পৌঁছেছে। বর্তমানে তারা রাজবাড়ীতে অবস্থান করছে।
গতকাল ১৪ই ডিসেম্বর দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে কথা হয় তাদের সাথে। তাদের দলনেতা কোলকাতার মহারাণী কাশীশ্বরী কলেজের শরীর চর্চা ও যোগাসন বিষয়ের প্রশিক্ষক সুবিমল দেব আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘বাংলাদেশের মানুষের ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে। তারা খুব সহজেই অন্য দেশের মানুষকে আপন করে নিতে পারেন। এই নিয়ে ৪র্থ বারের মতো আমি বাংলাদেশে আসলাম। কোলকাতা থেকে বাই সাইকেলযোগে যাত্রা শুরু করে বাংলাদেশের যেসব জেলার উপর দিয়ে আমরা এসেছি সেসব জায়গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২টি করে আ¤্রপালি গাছের চারা রোপণ করেছি। রাজবাড়ীতে রাত্রীযাপনের পর ১৫ই ডিসেম্বর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সেখানে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আমরা ভারতে ফিরে যাবো।’
সাইকেলিস্ট দলের অন্য সদস্যরা হলেন ঃ কোলকাতার মহারাণী কাশীশ্বরী কলেজের শিক্ষক শ্যাম প্রসাদ রাম, সুবিমল দেব, দেবব্রত ভৌমিক, সৌমেন সরদার, শিক্ষার্থী তনুশ্রী আচার্য্য, রিয়া চক্রবর্তী, প্রিয়া দে, পামেলা মল্লিক এবং নাটাগর ফ্রেন্ডস এসোসিয়েশনের সদস্য সয়াল বিশ্বাস।