॥কবির হোসেন॥ বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রাজবাড়ী জেলা শাখার কার্যনির্বাহী কমিটির নির্বাচন(২০১৭-২০১৯) গত ১২ই মে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৪৮জন ভোটারের মধ্যে ৪৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে গাজী নজরুল ইসলাম টিপু ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুস সাত্তার পান ১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মীর মোঃ জুলফিকার আলী টিটু ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আসলাম শেখ পান ১৯ ভোট। ২৫ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হন মোঃ আব্দুর রাজ্জাক। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মোঃ ওয়াজি উল্লাহ মন্টু পান ২২ ভোট। সহ-সভাপতি পদে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করে ৪জন নির্বাচিত হন। তারা হলেন ঃ আনিসুর রহমান, মোঃ ইসমাইল হোসেন, উদয় শিকদার ও মোঃ রুস্তম আলী।
এছাড়াও অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করে ১জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করে ৪জন, কোষাধ্যক্ষ পদে ১জন এবং সদস্য পদে ৫জন নির্বাচিত হন। কেন্দ্রের লিখিত পত্র অনুযায়ী তারা দায়িত্ব গ্রহণ করবেন।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শাহ আলম ও কেন্দ্রীয় পরিচালক বি.এম নিজাম উদ্দিনের তত্ত্বাবধানে জেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার এবং সদস্য মোঃ গোলাম সরওয়ার ও মোঃ ইকবাল হোসেন নির্বাচন পরিচালনা করেন। রাজবাড়ীসহ সারা দেশের ৩২টি জেলায় একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন
