॥সোহেল মিয়া॥ রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার(ডিবি’র) পৃথক দুটি অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই নারীসহ ৪জনকে আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১২৫ বোতল ফেন্সিডিল ও ২কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো ঃ চুয়াডাঙ্গার জীবননগরের আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ আল-আমিন(৩০), গোয়ালন্দের মৃত মহিউদ্দিনের স্ত্রী মোছাঃ বেগম(৫৫), পাংশার চর-ঝিকড়ি গ্রামের মৃত জলিল মুন্সীর মেয়ে মোছাঃ জরিনা আক্তার সুমি(২০) ও কুষ্টিয়ার দৌলতপুরের মোঃ আশরাফুল রহমানের ছেলে মোঃ রাশেদুল আলী(২৮)।
গতকাল ১৩ই ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার বাগমারা থেকে ৩জনকে এবং সন্ধ্যা ৬টায় ১জনকে গোয়ালন্দের দৌলতদিয়ার লঞ্চ ঘাট থেকে আটক করা হয়।
রাজবাড়ী ডিবি’র ইন্সপেক্টর মোঃ ওমর শরীফ জানান, পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে আসামীদেরকে সদর উপজেলার বাগমারা ও দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে আসামীদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৫ বোতল ফেন্সিডিল ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী ও গোয়ালন্দ ঘাট থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।