গতকাল ১৩ই ডিসেম্বর দৈনিক মাতৃকণ্ঠের প্রিন্ট ভার্সন ও অনলাইনে ‘ভবাণীপুরে পি.এ রওশন ২সন্তানের জননীসহ আটক॥মুচলেকায় মুক্তি!’ শিরোনামে প্রকাশিত সংবাদসহ বিভিন্ন অনলাইনে প্রকাশিত সংবাদের আংশিক বিষয়ের তীব্র প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
গতকাল শুক্রবার এক প্রতিবাদ বিবৃতিতে এমপি কাজী কেরামত আলী বলেন, দশম জাতীয় সংসদে আমি শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে ২০১৮ সালে এনায়েতুল হাসলাইন রওশন(ভান্ডারিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক) ডেপুটেশনে আমার পি.ও হিসেবে দায়িত্ব পালন করে। এরপর চলতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রাজবাড়ী-১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যাবধি কাউকে পি.এ হিসেবে নিয়োগ করি নাই। উক্ত রওশন আমার পি.এ/পিও নয়। কাজেই ব্যক্তি রওশনের অপকর্মের দায়ভার একান্তই তার নিজের। কেউ যদি আমার পি.এ পরিচয় দেয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি।
এছাড়াও অপকর্মে জড়িত রওশনকে আমার এপিএস/পিও/পিএ উল্লেখ করে বিভিন্ন অনলাইন ও নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের আংশিক বিষয়ে(আমার নাম ও পদবীযুক্ত অংশের) তীব্র প্রতিবাদ এবং মহল বিশেষের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি।
উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক(কম্পিউটার) এনায়েতুল হাসলাইন রওশন গত ১২ই ডিসেম্বর বিকালে রাজবাড়ী শহরের ভবাণীপুর এলাকার(স্টেডিয়ামের পিছনে) একটি বাড়ীতে এ্যানি(৩৬) নামের দুই সন্তানের জননীর সাথে স্থানীয় যুবকদের হাতে আটক হওয়ার পর হেনেস্তা শেষে মুচলেকা দিয়ে মুক্তি পায়।