॥রঘুনন্দন সিকদার॥ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ১২ই ডিসেম্বর বালিয়াকান্দির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সকাল থেকে দিনব্যাপী প্রতিযোগিতার শেষে বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা, অন্যান্যের মধ্যে একাডেমিক সুপারভাইজার মিয়াদ হোসেন, উপজেলা মৎস্য অফিসার(অঃ দাঃ) রবিউল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা পর্বের শেষে অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন।
উল্লেখ্য, এই হ্যান্ডবল প্রতিযোগিতায় বালিয়াকান্দি উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা দল অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দল ২-১ গোলে চামটা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।