॥মনির হোসেন॥ সীরাতুন্নবী(সঃ) উদযাপন উপলক্ষে গতকাল ১২ই ডিসেম্বর দুপুরে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ নূরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ, অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সহকারী শিক্ষক মোতাহার হোসেন, মোহাম্মদ হোসেন, ইব্রাহীম খান, জাকির হোসেন, কাজী মর্তুজা বিশ্বাস, নূর মুজাহিদ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন ও নাজিম উদ্দিনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ নূরুল আলম মহানবী হযরত মোহাম্মদ(সাঃ) এর জীবন ও আদর্শের উপর আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মহানবীর জীবনাদর্শ মেনে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার, আল্লাহ্র পথে চলার ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানান। দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবুল কালাম আজাদ।
এছাড়াও দোয়া মাহফিলের অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল মুসলিম ছাত্রদের মধ্যে একটি করে টুপি বিতরণ করা হয়।
সীরাতুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল
