Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে নানা আয়োজনে পালিত হলো ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’

॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে নানা আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালিত হয়েছে।
এ উপলক্ষে কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১২ই ১২ই ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় র‌্যালী। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে’ শীর্ষক সেমিনার। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) শেখ নূরুল আলমের সভাপতিত্বে সেমিনারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ, কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) মোঃ সহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দ্দার, সমবায় অফিসার এবিএম হেলাল উদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ ও আইসিটি কর্মকর্তা মিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনার শেষে দিবসটি উপলক্ষে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রচনা, চিত্রাংকন, কুইজ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মসূচী পালন করা হয়।