Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর ভবানীপুরে পিএ রওশন ২সন্তানের জননীসহ আটক॥অতঃপর—–

॥স্টাফ রিপোর্টার॥ গতকাল ১২ই ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী শহরের দক্ষিণ ভবাণীপুরের (স্টেডিয়ামের পিছনে) একটি ভাড়া বাসায় অনৈতিক কাজের অভিযোগে দুই সন্তানের জননীসহ ভান্ডারিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক(কম্পিউটার) ও স্থানীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর পি.এ মোঃ এনায়েতুল হাসলাইন রওশন (৪৫)কে আটক করে স্থানীয় যুবকরা।
খবর পেয়ে কয়েকজন গণমাধ্যম কর্মীও সেখানে উপস্থিত হয়। এক পর্যায়ে রওশন ও এ্যানি নামের ওই নারী কৌশলে যুবকদের কাছে লিখিত মুচলেকা দিয়ে কেটে পড়তে সক্ষম হয়।
তাদের দু’জনের(রওশন ও এ্যানি) স্বাক্ষরিত মুচলেকায় উল্লেখ করা হয়, ‘আমি একটা অপ্রীতিকর ঘটনার সাথে সম্পৃক্ত হই। সেটা সবার সাথে সমাধান করে নিয়েছি। এ ব্যাপারে পরবর্তীতে কোন কিছু বলবো না। বা কোন অভিযোগ করবো না।’
জানা গেছে, গতকাল ১২ই ডিসেম্বর বিকেলে রাজবাড়ী শহরের দক্ষিণ ভবাণীপুরের(স্টেডিয়ামের পিছনে) আলমগীর নামের জনৈক ব্যক্তির ভাড়া বাসার একটি কক্ষে রওশন ও এ্যানি ধরা পড়ে। এ সময় স্থানীয় যুবকেরা তাদেরকে ওই কক্ষে আটক রাখে। খবর পেয়ে কয়েকজন গণমাধ্যম কর্মী সেখানে যায়। পরে তারা(রওশন ও এ্যানি) মুচলেকা দিয়ে চলে পরিস্থিতি ম্যানেজ করে আসে।
মুচলেকায় এ্যানি তার বাড়ী রাজবাড়ী শহরের ড্রাই আইস ফ্যাক্টরী এলাকা উল্লেখ করলেও তার পৈত্রিক বাড়ী শহরের ধুঞ্চিতে কলেজপাড়া এবং রওশনের বাড়ী ধুঞ্চি সিলিমপুর স্কুল এলাকায়।
এ ব্যাপারে মোবাইলে ঘটনার সত্যতা স্বীকার করে পি.এ রওশন বলেন, এ্যানির সাথে আমার সম্পর্ক রয়েছে। আমরা দু’জন(আমি ও এ্যানি) দুপুরের পর এমপির আরেক কর্মচারী আলমগীরের বাসায় গিয়েছিলাম। সেখানে আমরা একটি কক্ষে অবস্থানকালে কিছু যুবক আমাদের আটক করে ব্ল্যাক মেইলিংয়ের চেষ্টা করেছে। তিনি আরো বলেন, যেহেতু আমি মুচলেকা দিয়েছি তাই এ ব্যাপারে আমার কারো বিরুদ্ধে আর কিছু বলার বা অভিযোগ নাই।
উল্লেখ্য, ঘটনাটি টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।