॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রতি কৃষকের কাছ থেকে ৫২০ কেজি হারে ১৪৩৫ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করবে সরকার।
এ উপলক্ষে নিরপেক্ষভাবে ধান ক্রয়ের লক্ষ্যে তালিকাভূক্ত কৃষকদের মধ্যে অনলাইনে লটারীর মাধ্যমে ২৭৬৫ জনকে বাছাই করা হয়েছে।
গতকাল ৫ই ডিসেম্বর সকালে সদর উপজেলা পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান, কৃষক প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে এ লটারী অনুষ্ঠিত হয়।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইমদাদুল হক বিশ^াস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দিন ও জেলা খাদ্য কর্মকর্তা মুন্সী মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দিন জানান, আমরা প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে ৭৫৮১ জন কৃষকের নাম তালিকাভূক্ত করেছিলাম। এর মধ্যে অনলাইনে লটারীর মাধ্যমে ২৭৬৫জন কৃষককে নির্বাচিত করা হয়েছে।
জেলা খাদ্য কর্মকর্তা মুন্সী মুজিবুর রহমান জানান, লটারীর মাধ্যমে যে সমস্ত কৃষক নির্বাচিত হয়েছেন তাদের কাছ থেকেই সরকারীভাবে কৃষক প্রতি ৫২০ কেজি হারে আমন ধান ক্রয় করা হবে। এদের মধ্যে যদি কেউ ধান দিতে রাজী না হন তাহলে আরো ৫৫২জন কৃষককে রিজার্ভে রাখা হয়েছে। অবশিষ্ট ধান তাদের কাছ থেকে ক্রয় করা হবে।