॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার (ডাঃ আবুল হোসেন কলেজ সংলগ্ন) সিরাজুম্মুনির ক্যাডেট মাদ্রাসায় শিক্ষকের নির্দেশে শিক্ষার্থীদের পিটুনিতে রাফি শেখ(৭) নামের এক শিক্ষার্থী আহত হয়েছে।
গত ২৭শে নভেম্বর সকালে এ ঘটনা ঘটে। আহত রাফি শেখকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সজ্জনকান্দা এলাকার মোয়াজ্জেম শেখের ছেলে এবং মাদ্রাসার নূরানী শ্রেণীর ছাত্র।
হাসপাতালে চিকিৎসাধীন রাফি শেখ জানায়, সকাল ১০টা থেকে দুপুর ১২টা তাদেরকে ঘুমানোর সময় দেয়া হয়। কিন্তু সেদিন আমি না ঘুমালে আমার সহপাঠী হাবিব বিষয়টি শিক্ষক আলী হাসানের কাছে গিয়ে বলে। তখন শিক্ষক আলী হাসান এসে আমাকে মারার নির্দেশ দিলে হাবিব, নাফিজ ও বায়েজিদ আমাকে পিটিয়ে আহত করে।
রাফির মা মৌসুমী বেগম বলেন, আমার ছেলেকে মারপিট করা হলেও বিষয়টি আমাকে জানানো হয়নি। সন্ধ্যায় খাবার দিতে গিয়ে দেখি ওকে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়ছে। পরে সাড়ে ৭টার দিকে ওকে স্থানীয়দের সহযোগিতায় সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি।
এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শাহিন, শিক্ষক আলী হাসান এবং তিন ছাত্র হাবিব, নাফিজ ও বায়েজিদের নাম উল্লেখ করে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
রাজবাড়ী সদর হাসাপাতালের তত্ত্বাবধায় ডাঃ দীপক কুমার বিশ্বাস বলেন, ওই শিক্ষার্থীর সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো রয়েছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ঘটনার শিকার মাদ্রাসা ছাত্রের মা বাদী হয়ে মাদ্রাসার অধ্যক্ষ, এক শিক্ষক ও ৩জন শিক্ষার্থীকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ৩জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। অধ্যক্ষ ও অপর শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।