॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুরে অপহরণের ৬দিন পর ধর্ষণের শিকার ১১ বছর বয়সী এক কন্যা শিশুকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল ২৮শে নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল ফরিদপুর কোতয়ালী থানাধীন মৃগী কলেজপাড়া(কানাইপুর) এলাকার একটি ভাড়া বাসা থেকে অপহরণকারী ইউসুফ আলী ভূঁইয়া (৩০)কে গ্রেফতার এবং অপহৃত শিশুটিকে উদ্ধার করে। গ্রেফতারকৃত ইউসুফ আলী ভূঁইয়া পেশায় ভ্যান চালক এবং নারায়নগঞ্জের আড়াই হাজার উপজেলার দিঘলদি গ্রামের মৃত হোসেন আলী ভুঁইয়ার ছেলে।
র্যাব জানায়, গত ২৭/১১/২০১৯ ইং তারিখে এক ব্যক্তি ফরিদপুর র্যাব ক্যাম্পে উপস্থিত হয়ে অভিযোগ করে যে, তার মাদ্রাসায় অধ্যয়নরত ১১বছর বয়সী কন্যা সন্তানকে গত ২২/১১/২০১৯ ইং তারিখে ইউসুফ আলী ভূঁইয়া নামের এক ভ্যান চালক তার ভ্যানে করে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে গেছে এবং তাকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে টাকা দাবী করছে, অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। অভিযোগ পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার ও ভিকটিম শিশুকে উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ইউসুফ আলী ভূঁইয়া ঢাকায় চিড়িয়াখানা দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে অপহরণ করে তার পিতার নিকট মুক্তিপন দাবী ও ধর্ষণের কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় ভিকটিম শিশুটির পিতা বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছে।