Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন

॥স্টাফ রিপোর্টার॥ স্পেনের মাদ্রিদে আসন্ন ‘কপ-২৫’ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবীতে রাজবাড়ীতে গতকাল ২৮শে নভেম্বর বিকেলে মানববন্ধন হয়েছে।
রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সনাকের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর নুরুজ্জামান, এডঃ নাজমা সুলতানা, এনজিও রাস-এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ তোসলিম আহম্মেদ ও সনাকের সদস্য লুৎফুন্নেছা প্রমুখ বক্তব্য দেন।