Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদরের দাদশী ইউপির চেয়ারম্যান-সচিব ও সদস্যদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ

॥চঞ্চল সরদার॥ স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় গতকাল ২৭শে নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সচিব ও সদস্যদের ‘সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দাদশী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড কমিটির আয়োজনে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কক্ষে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক(উপ-সচিব) মোঃ বাকাহীদ হোসেন বক্তব্য রাখেন।
দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এলজিএসপি-৩ এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ শামসুজ্জোহা, অন্যান্যের মধ্যে ইউনিয়ন পরিষদের সচিব একেএম রেজাউল করিম স্বপন, ২নং ওয়ার্ড কমিটির সভাপতি মোছাঃ সুফিয়া বেগম ও সাধারণ সম্পাদক মোঃ রাজু তপেদারসহ ইউপি সদস্যগণ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যদের দায়িত্ব ও কর্তব্যগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। যাতে সেবা নিতে আসা জনগণ সহজেই সেবা পায়। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব হচ্ছে প্রতিটি এলাকার শিশু জন্ম ও মৃত্যুর তথ্য নিয়ে আসা। তারা সেটা নিয়ে এসে ইউনিয়নের সচিবের কাছে দিবে এবং তিনি সেটা এন্ট্রি করবেন। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনবলের যে ঘাটতি আছে নিয়োগের মাধ্যমে তা দূর করা হলে কাজের গতি আরো বাড়বে। ওয়ার্ড কমিটির সভা অনুষ্ঠিত হতেই হবে। সভায় মানুষের কি কি সমস্যা আছে সেগুলো শুনে লিখে রাখতে হবে। সভায় কমপক্ষে ৩০% নারী থাকতে হবে। এই সভা ছাড়া কোন বিল হবে না। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে এই ইউনিয়নের সেবার মান আরো বাড়বে।
এলজিএসপি-৩ এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ শামসুজ্জোহা বলেন, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে এই ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও সদস্যগণ জনগণের জন্য কাজ করছেন। জনপ্রতিনিধিদের নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পালন করতে হবে। জনগণের জন্য কাজ করলে আগামীতেও তাদের কাছে যাওয়া হবে। দুর্নীতি করলে আর ভোট পাওয়া যাবে না। স্বচ্ছতার সাথে কাজ করতে হবে।
দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোঃ লোকমান হোসেন বলেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী জনগণের জন্য কাজ করে যাচ্ছি। সামনের দিনগুলোতে সবাই একসঙ্গে মিলে গোছালোভাবে কাজ করে মানুষকে আরো ভালো ভাবে সেবা দিবো।