॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেঁতুলিয়া বাজার এলাকায় গতকাল ২৬শে নভেম্বর দুপুর ২টার দিকে ট্রাকের চাপায় জাকির শেখ(৩৫) নামে একজন ভ্যান চালক নিহত হয়েছে।
নিহত জাকির শেখ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কটোড়াকান্দি গ্রামের মাজেদ শেখের ছেলে। সামসুল হক, রাজ্জাক শেখ ও বিশু নামে ভ্যানের আহত তিন যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিসহ চালক হারুন অর রশিদকে আটক করেছে।
নিহত ভ্যান চালক জাকির শেখের চাচাতো ভাই আরিফ শেখ জানান, বালিয়াকান্দিতে মাল(পণ্য) আনলোড করে ট্রাকটি(ঝিনাইদহ-চ-১১-০৪৯৭) রাজবাড়ীর দিকে যাচ্ছিল।
অপরদিকে জাকির শেখ তার ব্যাটারী চালিত ভ্যানে যাত্রী নিয়ে বালিয়াকান্দির দিকে যাচ্ছিল। তেঁতুলিয়া বাজার এলাকায় ট্রাকটি বিপরীত দিক থেকে ভ্যানকে চাপা দিলে জাকির শেখসহ ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে ফরিদপুরে নেয়ার পথে জাকির শেখ মারা যায়।
বালিয়াকান্দি থানার এস.আই বদিয়ার রহমান জানান, ঘাতক ট্রাকটিসহ চালক হারুন অর রশিদকে আটক করা হয়েছে। সে যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মোশারফ হোসেন গাজীর ছেলে।