॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস-২০১৯ উদযাপনে গতকাল ২৫শে নভেম্বর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশার এসিল্যান্ড সাদীয়া শাহনাজ খানম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ, পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু ও নুরুন্নাহার বেগম, হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, পাট্টা ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুর রব (মোনা বিশ্বাস), যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, মাছপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আকবর আলী প্রামানিক, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ চাঁদ আলী খান, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুন(সুমী), আরএমও ডাঃ তরুন কুমার পাল, পাংশা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র লাবলু বিশ্বাস, পাংশা শাহ জূঁই(রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাঃ আবু মুসা আশয়ারী, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম, সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম (ইমরোজ), পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম শরিফুল মোরশেদ রনজু, পাংশা আইডিয়াল গালস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ.কে.এম শরিফুল হুদা(সাগর মাস্টার) ও পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সভায় যথাযোগ্য মর্যাদায় আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়। গৃহীত কর্মসূচী বাস্তবায়নে পৃথক কমিটি গঠন করা হয়।