রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে মাঝে-মধ্যেই জেলেদের জালে বড় আকৃতির মাছ ধরা পড়ছে। এরই ধারাবাহিকতায় গতকাল ২৫শে নভেম্বর ভোর রাতে বাসুদেব হলদার নামের স্থানীয় এক জেলের জালে ১৫ কেজি ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১৭শত টাকা কেজি দরে মাছটি কিনে নেন। চান্দু মোল্লা জানান, তিনি মাছটি প্যাকেট করে ঢাকায় পাঠাবেন -হেলাল মাহমুদ।
দৌলতদিয়ায় এবার ধরা পড়েছে ১৫ কেজি ওজনের বোয়াল মাছ
