Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর বানীবহে ব্রীজ ভাঙ্গার কাজ করার সময় ভেকুসহ নীচে পড়ে ৫জন হাসপাতালে

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের গণপত্যা এলাকায় পুরাতন হড়াই ব্রীজ অপসারণের জন্য ভাঙ্গার কাজ করার সময় গতকাল ২৪শে নভেম্বর দুপুর দেড়টার দিকে ভেকু মেশিনসহ নীচে পড়ে ৫জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ৩জন ব্রীজটি ভাঙ্গার কাজে নিয়োজিত ভেকু মেশিনের চালক-হেলপার ও শ্রমিক এবং অপর দু’জন ব্রীজ ভাঙ্গার কাজ দেখছিল। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো ঃ ব্রীজ ভাঙ্গার কাজে নিয়োজিত ভেকু মেশিনের চালক মোঃ হাসান(২৫), হেলপার রুহুল আমিন(২০), শ্রমিক আব্দুল হাকিম(৫০), ইমরান হোসেন(১৪) ও শাকিল(১৮)। আহতদের মধ্যে ইমরান ও শাকিল ব্রীজ ভাঙ্গার কাজ দেখার দেখছিল। এদের মধ্যে শাকিল স্থানীয় বাসিন্দা। ইমরানের বাড়ী রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের হোগলাডাঙ্গী গ্রামে। সে ওই এলাকায় বেড়াতে গিয়েছিল।
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ভেকু মেশিনের হেলপার রুহুল আমিন জানায়, তারা ব্রীজ ভাঙ্গার কাজ করার সময় ভেকুসহ ব্রীজ ভেঙ্গে নীচে পড়ে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, আহতদের একজনের হাত ভেঙ্গে গেছে। অন্যান্যরা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়। বর্তমানে তারা আশংকামুক্ত। পরীক্ষা-নিরীক্ষা করলে তাদের প্রকৃত অবস্থা জানা যাবে।