Site icon দৈনিক মাতৃকণ্ঠ

অটিস্টিক শিশু জিহাদ ফিরে পেল পরিবার

॥আশিকুর রহমান॥ ফরিদপুর সদর উপজেলা থেকে হারিয়ে যাওয়া এক অটিস্টিক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজবাড়ী সদরের খানখানাপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
গতকাল ২৪শে নভেম্বর বিকালে খানখানাপুর ছোট ব্রীজ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পরে সন্ধ্যায় তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির নাম জিহাদ শেখ(১২)। সে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চররশিপুর গ্রামের জসিম শেখের ছেলে।
জিহাদের মা সেলিনা বেগম বলেন, দুপুরে(গতকাল ২৪শে নভেম্বর) দুপুরে জিহাদকে ভাত খেতে দিয়ে বাড়ীর পাশে মাঠে ছাগল আনতে যাই। এসে দেখি জিহাদ বাড়ীতে নেই। এরপর আশপাশের এলাকায় তাকে অনেক খোঁজাখুঁজি করেও ওকে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় খবর পাই ও খানখানাপুর তদন্ত কেন্দ্রের পুলিশের হেফাজতে রয়েছে।
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শহীদুল ইসলাম বলেন, বিকালে খানখানাপুর ছোট ব্রীজ এলাকায় রাস্তার পাশে শিশুটিকে এলোমেলো ভাবে ঘুরাফেরা করতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। পরে আমি গিয়ে শিশুটিকে উদ্ধার করে হেফাজতে নেই। শিশুটি অটিস্টিক, তবে সে কথা বলতে পারে। শিশুটিকে তার ঠিকানা জিজ্ঞেস করলে সে তার নানা বাড়ী কালুখালী উপজেলায় বলে জানায়। এর চেয়ে বেশী কিছু সে বলতে পারছিল না। এরপর কালুখালী উপজেলায় আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে খোঁজ করে শিশুটির নানা বাড়ীর ঠিকানা বের করা হয়। পরে নানা বাড়ীর লোকজনের মাধ্যমে তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করে সন্ধ্যায় তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।