Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১০ই নভেম্বর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়।
এ উপলক্ষে পাংশা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জামে মসজিদ ও পাংশা বাজার কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে আলোচনা, দোয়া ও তবারক বিতরণ করা হয়।
জানা যায়, পাংশা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন মসজিদে বিশ্বনবী হজরত মুহাম্মদ(সাঃ) এর জন্ম ও মৃত্যু, নবুয়তি জীবন-আদর্শের ওপর জ্ঞানগর্ভ আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন পূঁইজোর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ সাঈদ আহম্মদ।
অনুষ্ঠানে মসজিদের ইমাম মাওলানা মোঃ রাশেদুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নওশাদ আলী চৌধুরী বাবুল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, ফজলুল হক ফরহাদ, মোঃ শামসুল আলম, আব্দুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুর রব, শাহ মোঃ রকিবুল ইসলাম শামীমসহ মসজিদ কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং মসজিদের মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
এছাড়া পাংশা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্বনবী হজরত মুহাম্মদ(সাঃ) এর জীবনীর ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন পাংশা শাহ জূঁই(রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাঃ আবু মুসা আশয়ারী ও উপাধ্যক্ষ ডঃ মাওলানা মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তারা বিশ্ববাসীর মুক্তি ও শান্তির জন্য বিশ্বনবী ও রাসুল হজরত মুহাম্মদ(সাঃ) এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্বারোপন করেন।