Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ঝুঁকি এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

॥এম.এইচ আক্কাছ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কোন প্রভাব না পড়লেও ঝুঁকি এড়াতে গতকাল ৯ই নভেম্বর বিকাল ৩টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে ফেরী চলাচল স্বাভাবিক থাকলেও পারাপারের যানবাহনের সংখ্যা অনেক কম রয়েছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, হালকা গুড়িগুড়ি বৃষ্টি থাকলেও নদী বেশ শান্ত রয়েছে। প্রবল বাতাস কিংবা বড় ঢেউয়ের সৃষ্টি হয়নি। তারপরও ঝুঁকি এড়াতে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বাতাসের গতিবেগ অস্বাভাবিক হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।
গতকাল শনিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ঘাটে লঞ্চগুলো সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে। তবে ফেরীগুলো যাত্রী ও যানবাহন বোঝাই করে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এছাড়াও নদীতে অনেক যাত্রীবাহী ও মাছ ধরা ট্রলার চলাচল করতে দেখা যায়।
এদিকে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় গতকাল শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে তার কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডলসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভার পর দৌলতদিয়ায় নদী ভাঙনে গৃহহীন কয়েকটি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।