॥কবির হোসেন॥ তথ্য ও প্রযুক্তি বিভাগের আয়োজনে গত ৪ঠা মে সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রফেশনাল আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং ট্রেনিং এর মেনটরিং সেশন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সরকারী কলেজের আইসিটি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্ল¬া এবং রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক(আইসিটি) মোঃ হাসানুল হক।
রাজবাড়ীতে লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের মেনটরিং সেশন অনুষ্ঠিত
