Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভা

॥চঞ্চল সরদার॥ গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ৮ই নভেম্বর সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী শহরের পৌর অনুপম মার্কেটস্থ সংগঠনের কার্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা আইডিইবি’র সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, অন্যান্যের মধ্যে জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মৃধা, শফিক মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মেহেদী মিল্লাত।
বক্তাগণ আইডিইবি কার্যক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরেন। এছাড়াও বক্তাগণ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে কারিগরি শিক্ষা সম্প্রসারণের আহ্বান জানান।