॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ৭ই নভেম্বর ৬ষ্ঠ দিনে অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৩৮জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
গতকাল বৃহস্পতিবার জেএসসি ও জেডিসিতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট কেন্দ্র সুপারগণ জানান, জেএসসির পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৯৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন এবং জেডিসিতে পাংশা শাহ জূঁই(রঃ) কামিল মাদরাসা কেন্দ্রে ৩৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন অনুপস্থিত ছিল।
এছাড়া জেডিসিতে পাংশা সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসা কেন্দ্রে ৪৬৪ এবং জেএসসিতে মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৬০৯ জনের মধ্যে শতভাগ পরীক্ষার্থী উপস্থিত ছিল। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন।
পাংশায় ৬ষ্ঠ দিনে জেএসসি ও জেডিসিতে অনুপস্থিত ৩৮জন
