॥চঞ্চল সরদার॥ রাজবাড়ীতে পূবালী ব্যাংক লিঃ-এর ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল ৫ই নভেম্বর বেলা ১১টায় ব্যাংকের রাজবাড়ী শাখা কার্যালয়ে আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ডিজিএম প্রধান একেএম আব্দুর রাকিব, ফরিদপুর জোনের এসপিও মোঃ হাসানুজ্জামান, রাজবাড়ী শাখার ব্যবস্থাপক দেবাশীষ ঘোষ, গ্রাহকদের মধ্যে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, বইয়ের দোকানী ওয়াজি উল্লাহ মন্টু, গ্রাহক বাবু মল্লিক ও সাগর গ্রুপের ম্যানেজার ফলিন্দ্র নাথ বসু প্রমুখ বক্তব্য রাখেন।
ব্যাংকের ডিজিএম একেএম আব্দুর রাকিব বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের কয়েকজন বাঙালী উদ্যোক্তার উদ্যোগে ১৯৬৯ সালে ‘ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক’ নামে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে ব্যাংকটি ‘পূবালী ব্যাংক’ নামে সরকারীকরণ করা হয় এবং ১৯৮৩ সালে এটিকে ‘পূবালী ব্যাংক লিমিটেড’ করা হয়। আমরা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা স্বচ্ছতায় বিশ্বাসী। আমাদের কেউ কোন অনিয়ম বা ব্যাংকের সুনাম নষ্ট করলে তাকে কোন ধরনের ছাড় দেয়া হয় না। গ্রাহকদের সেবায় আমরা সবসময় সচেষ্ট থাকি। আলোচনার শেষে কেক কাটা হয়। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।