Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন রাষ্ট্রদূত মিলার

॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার আগামীকাল ৪ঠা নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরাম (আইপিবিএফ)-এ বাংলাদেশী ব্যাবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
গতকাল শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সমর্থিত আইপিবিএফ-এ যুক্তরাষ্ট্রের গতিশীল বেসরকারী খাতে সঙ্গে অংশীদারিত্বের সুবিধা গ্রহণে আলোকপাতের পাশাপাশি উঁচু মানের উন্নয়ন, স্বচ্ছতা ও আইনের শাসনের ওপর গুরুত্ব আরোপ।
রাষ্ট্রদূত মিলার যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগসমূহ তুলে ধরে ডিজিটাল অর্থনীতির যথযথ চ্যালেঞ্জ, জ্বালানী ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করবেন।
প্রশান্ত ও ভারত মহাসাগরাঞ্চলে সরাসরি বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় উৎসে পরিণত হয়েছে। আইপিবিএফ একটি অন্তর্ভুক্তিমূলক বেসরকারী প্লাটফর্ম যা এই কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ অর্থনৈতিক সহযোগিতাকে এগিয়ে নেয়ায় কাজ করছে।