॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ১লা নভেম্বর বিকেলে সূর্য্যনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম বিশ^াসের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, প্রচার সম্পাদক এডভোকেট সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান ও জেলা যুব মহিলালীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি বক্তব্য দেন।
মিজানপুর ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহম্মেদ টুটুর উপস্থাপনা অন্যান্যের মধ্যে রাজবাড়ী পৌর কাউন্সিলর আলমীগর শেখ তিতু, মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী সদস্য মোঃ আজম মন্ডল, মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের পূর্বাচঞ্চলের সভাপতি এনায়েতুল হাসনাইন রওশন, মধ্যাঞ্চলের সভাপতি নজের নওলা নজরুল, পশ্চিমাঞ্চলের সভাপতি মোঃ ফিরোজ বিশ^াস প্রমুখ বক্তব্য দেন।
এ সময় জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরুপ দত্ত হলি, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা শাহিদা চৌধুরী তন্বী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম রুবেল, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, উপজেলা যুব মহিলালীগের সভাপতি আফরিন মাহফুজা বেনু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ- সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান জয়, সদর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ আলাউদ্দিন আলাল, চন্দনী ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান শাহীনুর, সাধারণ সম্পাদক আব্দুর রবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী ইরাদত আলী বলেন, আগামী দিনে নতুন নেতৃত্বের মাধ্যমে দলকে সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আমরা এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবো। আওয়ামী লীগের দুর্দিনে আমি দলকে সুসংগঠিত করেছিলাম। তথা কথিত জামায়াত বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অমানসিক নির্যাতন করেছিলো। আমাদের দুর্দিন এখনো যায়নি। জামায়াত বিএনপি এখনো ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। দলের মধ্যে যারা দুর্নীতি করে তাদের কোন পদে রাখা যাবে না। আমাদের দলের মধ্যেও ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের দ্বারা দলের ত্যাগী নেতা কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে তা মেনে নেয়া যাবে না। সকলকে ঐক্যবদ্ধ থেকে জনগণের সেবায় কাজ করতে হবে।
সম্মেলনে মিজানপুর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কমিটির জন্য আব্দুস সালাম বিশ^াসকে সভাপতি ও আমিন উদ্দিন আহম্মেদ টুকুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।