Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে চাঁদা দাবীর অভিযোগে ভুয়া সাংবাদিকসহ দুইজন আটক

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের একটি চানাচুর ফ্যাক্টারীতে চাঁদা দাবী করার অভিযোগে ভুয়া সাংবাদিকসহ ২জনকে পুলিশ আটক করেছে।
আটককৃতরা হলো ঃ জহিরুল ইসলাম ও মোঃ সবুজ। এদের মধ্যে জহিরুল ইসলাম নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয়। তার কাছ থেকে দেশ নিউজ ডট টিভি নামে একটি অনলাইন টিভির প্রজেক্ট ম্যানেজারের আইডি কার্ড পাওয়া যায়। এছাড়া সবুজ ওই মাইক্রোবাসের চালক বলে দাবী করে।
রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়ার মদিনা চানাচুর ফ্যাক্টারীর মালিকের ছেলে মিজান জানান, গতকাল বুধবার সন্ধ্যার দিকে একটি মাইক্রোবাসে(ঢাকা-মেট্রো-চ-১৩-৬৭৬৯) জহিরুল তাদের চানাচুর ফ্যাক্টারীর সামনে এসে নিজেকে দেশ টিভির প্রজেক্ট ম্যানেজার পরিচয় দিয়ে ভিতরে প্রবেশ করতে চায়। এক পর্যায়ে সে আমাদের ফ্যাক্টারীর ম্যানেজারের কাছে ২লক্ষ টাকা দাবী করে। এ সময় তার আচরণ বিধি সন্দেহজনক হওয়ায় আমি আমার বন্ধুদের খবর দিই। পরে আমার বন্ধুরা এসে তাদের দুইজনকে আটক করে। পরে তাদরেকে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হকের অফিসে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে বের করার পর পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
অপর একটি সুত্র জানায়, স্থানীয় ১ব্যক্তির ছত্রছায়ায় জহিরুল ওই মাইক্রোবাসে ঢাকা থেকে রাজবাড়ী এসে মদিনা চানাচুর ফ্যাক্টারীর ম্যানেজারের কাছে চাঁদা দাবী করে। এর আগে তারা আরো কয়েকজন জনপ্রতিনিধির কাছেও ধর্ণা দেয়।