॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ২৯শে অক্টোবর বিকালে রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আজিজের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, কালুখালী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, অন্যান্যের মধ্যে রতনদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উরমান মন্ডল, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলু ব্যাপারী ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষের কথা চিন্তা করেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, মানুষ শান্তিতে থাকে। দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকলকে এক হয়ে কাজ করতে হবে।
সম্মেলনের দ্বিতীয় পর্বে রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা এবং সাধারণ সম্পাদক পদে নির্মল কুমার সাহাকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান আরাফাত হোসেন, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম, মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান সাগর মোল্লা, সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম আলী, ইঞ্জিঃ মনিরুজ্জামান মনির, হাবিবুর রহমান মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।