॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র রাজবাড়ী জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ২৮শে অক্টোবর সকাল ১০টায় কার্যালয়ের মিলনায়তনে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পের ব্যবস্থাপনা দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক দিলসাদ বেগম রিসোর্স পারসন হিসেবে নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন।
উল্লেখ্য, বিডা’র এই প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার যেসব নতুন উদ্যোক্তার বয়স ১৭ থেকে ৪৭ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস তাদেরকে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন শীর্ষক বিভিন্ন বিষয়ে এক মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। যাতে জেলার বেকার যুবসমাজ উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ গ্রহণ করে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে নিজেদের সম্পৃক্ত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এ প্রকল্পের আওতায় এ পর্যন্ত রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার ৩৭৫জন উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন।