Site icon দৈনিক মাতৃকণ্ঠ

লিগ্যাল এইডের মাধ্যমে সরকার বিনামূল্যে অসহায় মানুষকে আইনী সেবা প্রদান করছে —জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গতকাল ২৮শে অক্টোবর বিকালে জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার সভাপতিত্বে সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশ্বের হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মাছুদ করিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক(যুগ্ম-জেলা জজ) মহিবুল হাসান, যুগ্ম-জেলা জজ(১ম) পারভেজ শাহরিয়ার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান খায়রুল্লাহ, সিনিয়র সহকারী জজ সৈয়দ মোস্তফা রেজা নূর, বেগম কাইছুন্নাহার সুরমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লাবণী আক্তার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুধাংশু শেখর রায়, মৌসুমী সাহা, সহকারী জজ(গোয়ালন্দ) জাকির হোসেন, সহকারী জজ(বালিয়াকান্দি) ইমরান আহম্মেদ, রাজবাড়ী সদরের সহকারী জজ(অতিরিক্ত) নূসরাত খানম, জেল সুপার মোঃ আনোয়ারুল করিম, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ গনেশ নারায়ণ চৌধুরী, সাধারণ সম্পাদক এডঃ কে.এ বারী কুটিন, জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন, পিপি এডঃ উজির আলী শেখ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আলীমূর রেজাসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সৈয়দ আব্দুল্লাহ-আল হাবিব।
সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা বলেন, গরীব-অসহায় মানুষ যাদের অর্থ খরচ করে আইনী সেবা নেয়ার ক্ষমতা নেই সরকার লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে তাদেরকে বিনা পয়সায় আইনী সেবা প্রদান করছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রম ছড়িয়ে দেয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই মাসে রাজবাড়ী জেলায় ৫০টির অধিক আবেদন জমা পড়েছে। জেলা বারের সহযোগিতায় আজকে অনেকগুলো আবেদনের আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি, যাচাই-বাছাই শেষে আবেদনকারীদের জেলা লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে আমরা আইনী সহায়তা প্রদান করতে পারবো।
এছাড়াও সভায় বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন, চলতি মাসের প্রাপ্ত আবেদন গ্রহণ ও আইনজীবী নিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।