Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নারীদের আত্মনির্ভরশীল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী পদক্ষেপ নিয়েছেন — এমপি কাজী কেরামত আলী

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, সরকার নারীদের ক্ষমতায়নে নানা ধরনের কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের প্রতি খুবই আন্তরিক। তিনি চান নারীরা স্বাবলম্বী হোক।
গতকাল ২৭শে অক্টোবর বিকেলে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর রাজবাড়ীর আয়োজনে জেলার স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ীর উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস।
অন্যান্যের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে, মাতৃভূমি স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সমিতির সভাপতি শাহিনা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাগণসহ স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী আরো বলেন, নারীরা স্বাবলম্বী হলে কারো মুখাপেক্ষী থাকতে হবে না। এ জন্য সকলকে আত্মনির্ভরশীল হতে হবে। সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য অনেক কিছু করছেন। তিনি মনে-প্রাণে চান নারীরা এগিয়ে যাক। মহিলা বিষয়ক অধিদপ্তর নারীদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছে। সেই প্রশিক্ষণ গ্রহণ করে নারীরা উপকৃত হচ্ছে।
আলোচনা পর্বের শেষে রাজবাড়ী জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের রেজিস্টার্ড ৭২টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ১৪ লক্ষ ৫হাজার টাকার চেক বিতরণ করা হয়।