Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের ৩জন সদস্য গ্রেফতার

॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুরে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর সিন্ডিকেটের ৩জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।
গত ২৫শে অক্টোবর রাতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল ফরিদপুর শহরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-ফরিদপুর কোতয়ালী থানাধীন কৈজরী গ্রামের মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে আজিজুল মন্ডল(৩২), আকাইন গ্রামের আফজাল খানের ছেলে রুবেল খান(২৮) এবং হারোকান্দি গ্রামের ইব্রাহীম শেখের ছেলে রুবেল শেখ (২৮)।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, ঢাকার ধামরাই থানার একটি মোটর সাইকেল চুরি মামলার ছায়া তদন্তের সূত্র ধরে গত ২৫শে অক্টোবর রাতে প্রথমে আজিজুল মন্ডলকে নিজ বাড়ী থেকে ১টি চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রুবেল খান ও রুবেল শেখকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রুবেল শেখের কাছ থেকে আরেকটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের সদস্য। কিছুদিন পূর্বে তারা ঢাকার ধামরাইয়ের একটি মোটর সাইকেলের শোরুম থেকে কয়েকটি মোটর সাইকেল চুরি করে ফরিদপুরের কয়েকজনের কাছে বিক্রি করে। এছাড়াও তারা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাগুরাসহ আশপাশের জেলাগুলো থেকে মোটর সাইকেল চুরি করে ঢাকা নিয়ে বিক্রি করতো।