Site icon দৈনিক মাতৃকণ্ঠ

খুলনার এনএসবিপি’র উদ্যোগে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত

বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে গত ১৫ই অক্টোবর বিকালে এনজিও এনএসবিপি (ন্যাশনাল সোসাইটি অব দি ব্লাইন্ড এন্ড পারশ্যালী সাইটেড)-এর উদ্যোগে খুলনার ফুলবাড়ীগেটস্থ সংস্থার কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদা ছড়ি, ব্রেইল শিক্ষা উপকরণ, এমপি-থ্রি ইত্যাদি সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩১৫ বি২-এর ২য় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এটিএম নজরুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে এনএসবিপি’র সাথে আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি দৃষ্টি প্রতিবন্ধীরা উপযুক্ত প্রশিক্ষণ পেলে জীবনে অনেক কিছু করতে পারবে। এনএসবিপি’র সভাপতি লায়ন মাইন উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট ৩১৫ বি২-এর ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এস.এম হাফিজ আল আসাদ এবং সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এস.এম ওয়াহিদুজ্জামান বাবর -প্রেস বিজ্ঞপ্তি।